পুড়িয়ে দেবে উষ্ণতারা..
বিভেদ বাণীর তুচ্ছ মানে ..
ঠোঁটের ছোয়ায় জ্বালিয়ে দেবো..
জ্বালিয়ে দেবো নখের টানে ..
আদিম কাব্য তোমার পিঠে ..
আমার আঙুলে তৈরী হোক ..
আদর করা প্রেমের রীতি ..
বলছে যা ছাই বলুক লোক ...
গন্ধ মেখে ক্লান্ত তোমার ..
মিটিয়ে নিয়ে মনের খিদে ..
আমি জ্বালবো সন্ধে প্রদীপ ..
তোমার নামাজ ... মসজিদেতে ...
ঈদ এর পরে , হ্যাচকা টানে ..
দূর্গা তোমার বুকের মাঝে ..
লাল শাড়ি আর দাঁড়ির ফাঁকে ...
শুনতে পাও ? ডঙ্কা বাজে ?
ডঙ্কা বাজুক , ঢাক ও বাজুক ..
দাঙ্গা বাধুক , উঠোন কোণে ..
ঝড়ের মাঝে , ঝড় উঠে যাক ..
তোমার আমার নীলচে মনে ..
হাতের ফাঁকে আঙ্গুল নিয়ে ..
গুঁড়িয়ে দেবো সাবধানতা ..
ভালোবাসা যাবেই জিতে ..
সাক্ষী থাকবে আমজনতা .
বিভেদ বাণীর তুচ্ছ মানে ..
ঠোঁটের ছোয়ায় জ্বালিয়ে দেবো..
জ্বালিয়ে দেবো নখের টানে ..
আদিম কাব্য তোমার পিঠে ..
আমার আঙুলে তৈরী হোক ..
আদর করা প্রেমের রীতি ..
বলছে যা ছাই বলুক লোক ...
গন্ধ মেখে ক্লান্ত তোমার ..
মিটিয়ে নিয়ে মনের খিদে ..
আমি জ্বালবো সন্ধে প্রদীপ ..
তোমার নামাজ ... মসজিদেতে ...
ঈদ এর পরে , হ্যাচকা টানে ..
দূর্গা তোমার বুকের মাঝে ..
লাল শাড়ি আর দাঁড়ির ফাঁকে ...
শুনতে পাও ? ডঙ্কা বাজে ?
ডঙ্কা বাজুক , ঢাক ও বাজুক ..
দাঙ্গা বাধুক , উঠোন কোণে ..
ঝড়ের মাঝে , ঝড় উঠে যাক ..
তোমার আমার নীলচে মনে ..
হাতের ফাঁকে আঙ্গুল নিয়ে ..
গুঁড়িয়ে দেবো সাবধানতা ..
ভালোবাসা যাবেই জিতে ..
সাক্ষী থাকবে আমজনতা .
No comments:
Post a Comment